Current Date:Apr 20, 2025

রাজধানীতে ট্রাকের ধাক্কায় ট্রাফিক কনস্টেবলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে ট্রাকের ধাক্কায় এক ট্রাফিক কনস্টেবলের মৃত্যু হয়েছে। তার নাম আবদুল মজিদ, বয়স ৩৫ বছর। মঙ্গলবার সকাল ৭টার দিকে মিরপুর টেকনিক্যাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে ট্রাফিক সার্জেন্টের উপ পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, সকালে টেকনিক্যাল মোড়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দায়িত্ব পালনের সময় একটি ট্রাক সিগন্যাল অমান্য করে তাকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

এসআই মনিরুল ইসলাম আরও জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share