নিজস্ব প্রতিবেদক : ১৯৭১ সালের ঐতিহাসিক ৭ মার্চ স্মরণে আয়োজিত জয় বাংলা কনসার্টের প্রাক্কালে কনসার্টটির স্মারক হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এ স্মারক তুলে দেন।
চতুর্থবারের মতো ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক রেসকোর্সের ভাষণের বর্ষপূর্তিতে রাজধানীর আর্মি স্টেডিয়ামে কনসার্টটির আয়োজন করেছে ইয়াং বাংলা। ইয়াং বাংলা সেন্টার ফর রিসার্চের অঙ্গপ্রতিষ্ঠান এবং দেশের সবচেয়ে বড় ইয়ুথ প্ল্যাটফর্ম।
আর্মি স্টেডিয়ামে বুধবার বিকেল সাড়ে ৪টায় কনসার্ট শুরু হবে। চলবে রাত ১১টা পর্যন্ত। দর্শকের জন্য বিকেল ৪টায় স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে।