Current Date:Nov 26, 2024

অডিটরের বাসায় মিলল ৯২ লাখ টাকা!

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে ভূমি অধিগ্রহণের পাঁচ কোটি টাকা আত্মসাতের ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা পর জেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের অডিটর মো. সৈয়দুজ্জামানের বাসা থেকে ৯২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে দুদকের তদন্ত দল শহরতলীর কাতিয়ারচর এলাকার সৈয়দুজ্জামানের বাসা থেকে এই টাকা উদ্ধার করে।

ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে মামলার তদন্ত কর্মকর্তা ও দুদক ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল ওয়াদুদ, সহকারী পরিচালক মো. মনিরুল ইসলাম ও মো. ফজলুল বারী অভিযানে অংশ নেন।

ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ার জানান, মো. সৈয়দুজ্জামান আত্মসাত করা টাকার ভাগ পেয়েছিলেন বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় তিনি দুদককেও অনুরূপ তথ্য দিয়েছেন। এর ভিত্তিতে সৈয়দুজ্জামানের বাসায় অভিযান চালিয়ে ৯২ লাখ টাকা উদ্ধার করা হয়।

গত ৬ই ফেব্রুয়ারি অডিটর ও অফিস সহায়ককে জেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় থেকে দুদক কর্মকর্তারা গ্রেপ্তার করেন।
এর আগে ২ ফেব্রুয়ারি ভূমি অধিগ্রহণের পাঁচ কোটি টাকা আত্মসাতের মামলার মূল আসামি কিশোরগঞ্জের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সেতাফুল ইসলাম আদালতে দেওয়া ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান অর্থ আত্মসাতের কাজে সহায়তা করার জন্য অডিটর সৈয়দুজ্জামানকে ১৫ লাখ এবং অফিস সহায়ক দুলাল মিয়াকে এক লাখ টাকা দিয়েছেন। সেতাফুল ইসলামকে গত ১৭ই জানুয়ারি কর্মস্থল পিরোজপুর থেকে দুদক গ্রেপ্তার করে।

Share