Current Date:Apr 21, 2025

বিএনপি এবং খালেদা জিয়া পাকিস্তানের প্রক্সি খেলোয়াড় : তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সরকার কাউকে বাদ দিয়ে কোন নির্বাচনের পরিকল্পনা করেনি। বর্তমান সরকার শুধু অপরাধী ও পাকিস্তানি দালালদেরকে রাজনীতি থেকে বিদায় জানাতে চায়। বারবার প্রমাণিত হয়েছে বিএনপি এবং খালেদা জিয়া পাকিস্তানের প্রক্সি খেলোয়াড়।

শুক্রবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধনকৃত ফলক স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

‘খালেদা জিয়া এবং বিএনপি হিটলারের চাইতেও খারাপ’- আখ্যা দিয়ে হাসানুল হক ইনু বলেন, ‘জেলাখানায় আছে টাকা চুরি মামলার আসামীরা, গ্রেফতার হচ্ছে মানুষ পোড়ানোর আসামীরা। খালেদা জিয়া ৯৩ দিন নির্দেশ দিয়ে মানুষ পুড়িয়েছে। সুতরাং রাজাকার, জঙ্গি ও আগুন সন্ত্রাসীদের সঙ্গী হয়ে খালেদা জিয়া রাজনৈতিকভাবে আত্মহত্যা করেছেন।’

এ সময় কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়সহ জাসদ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Share