Current Date:May 12, 2025

রাজধানীর রামপুরায় শিশুসহ ২ জন গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রামপুরায় শিশুসহ ২ জন গুলিবিদ্ধ হয়েছে। আহতরা হলো- মো. সোহেল (১৪) ও ময়মনসিংহ গৌরিপুরের চান মিয়ার ছেলে শিশু মালেক (০৭)। আহত দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে এ ঘটনা ঘটে। দু’জনেরই পায়ে গুলি লেগেছে বলে ঢামেক জরুরি বিভাগ সূত্রে জানা গেছে।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার জানান, দু’জন গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ঘটনাস্থলটি রমনা এলাকায়।

Share