আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যার ২৭ বছর পর এ বিষয়ে মুখ খুললেন তার ছেলে বর্তমান ভারতীয় কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী। বললেন, তার বাবাকে যে একদিন হত্যা করা হবে এটা তিনি ও প্রিয়াঙ্কা(রাহুলের বোন) জানতেন।
শনিবার সিঙ্গাপুরে আয়োজিত আইআইএমের প্রাক্তন ছাত্র সম্মেলনে নিজেদের মধ্যে অনুভূতি ভাগ করে নেওয়ার সময় তিনি এসব কথা জানান। খবর এনডিটিভির।
আবেগপ্রবণ হয়ে সম্মেলনে রাহুল বলেন, ‘আমরা জানতাম আমার বাবাকে একদিন না একদিন হত্যা করা হবে। কারণ আমার দাদি ইন্দিরা গান্ধীকেও(ভারতের সাবেক প্রধানমন্ত্রী) খুন করা হয়েছিল।’ তিনি বলেন, ‘আমার দাদি আমাকে বলেছিলেন তিনি মরতে চলেছেন এবং আমার বাবা, যাকে আমি বলেছিলাম, তোমাকেও মরতে হবে।’
প্রসঙ্গত, ১৯৯১ সালে তামিলনাড়ুতে নির্বাচনী জনসভা চলাকালীন শ্রীলঙ্কার উগ্র গেরিলা সংগঠন এলটিটিইর এক নারীর আত্মঘাতী বোমা হামলায় রাজীব গান্ধীর মৃত্যু হয়।