অনলাইন ডেস্ক : সম্প্রতি টুইটারে ভাইরাল হয়েছে মানুষরূপী একটি কুকুরের ছবি। খবর অনুযায়ী, ছবিটি মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস শহরের বাসিন্দা চান্টাল দেজারদিনসের পোষ্যের। সেই পোষ্যের নাম যোগীর।
চান্টালের বন্ধু এলি যোগীর ছবি টুইটারে পোস্ট করেন। ছবিটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই নেট দুনিয়ায় জনপ্রিয় হয়ে ওঠে কুকুরটি। টুইটার ব্যবহারকারীদের দাবি, যোগীর মুখের মধ্যে নাকি অস্কার বিজেতা অভিনেতা জেক গিলেনহাল, মার্কিন গায়ক এড শিরান এবং অভিনেতা পল রুডের মুখের ছাপ স্পষ্ট। সেই নিয়েই বিগত চারদিন ধরে তোলপাড় হচ্ছে সোশ্যাল মিডিয়া।
যোগীর ছবিকে এডিট করে মানুষের রূপ দেওয়া হয়েছে, এমন অভিযোগও করেছেন একাধিকজন। তবে তাদের এই দাবিকে ভিত্তিহীন বলে নাকচ করেছেন চেন্টাল। তার বক্তব্য, যোগীকে বাস্তবিকই ওরকম দেখতে। তবে এটি কোন জাতের কুকুর তা এখনও জানা যায়নি।
সূত্রঃ এবেলা।