স্পোর্টস ডেস্ক : কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শিরোপা জয়ের দ্বারপ্রান্তে গিয়েও না পাওয়ার হতাশায় ডোবে বাংলাদেশ। শেষ বলের ছক্কায় জয় কেড়ে নেয় ভারত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের চোখে, বীরের মতোই খেলেছে টাইগাররা।
অনেক প্রাপ্তির ত্রিদেশীয় টি-২০ সিরিজ শেষে সোমবার (১৯ মার্চ) সকালে শ্রীলঙ্কা থেকে দেশে ফিরেছে লাল-সবুজের জার্সিধারীরা। সকাল সাড়ে ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় সাকিল আল হাসান ও তার দল।
বাংলাদেশ দলকে স্বাগত জানাতে এয়ারপোর্টে ছিলেন বোর্ড প্রধান পাপন। ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার এতো কাছে এসে হেরে গেলেও দলের পারফরম্যান্স নিয়ে গর্বিত তিনি।
ছবি: শোয়েব মিথুন – বাংলানিউজটোয়েন্টিফোর.কমপাপনের কথায়, ‘ছেলেরা বীরের মতো খেলেছে। এটা ঠিক ভারতের কাছে হেরেছে। ছেলেদের কষ্টটা আমি দেখেছি। হারের পর ওরা ভেঙে পড়েছিল। মানসিক অবস্থা খুব নাজুক ছিল। খেলায় হার-জিত থাকবেই। এক দল জিতবে এক দল হারবে। প্রত্যেকটা ম্যাচেই বাংলাদেশ বীরের মতো খেলেছে।’
রোববার (১৮ মার্চ) অনুষ্ঠিত হাইভোল্টেজ ফাইনালে ভারতের বিপক্ষে শিরোপা জয়ের কাছে এসেও স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের। টানটান উত্তেজনাপূর্ণ শ্বাসরুদ্ধকর ম্যাচটির শেষ বলে ছক্কা হাঁকিয়ে বাংলাদেশ সমর্থকদের হৃদয় ভাঙেন দিনেশ কার্তিক।