Current Date:Nov 28, 2024

‘আফসানা খানমের অবস্থা এখনও সংকটাপন্ন’

নিজস্ব প্রতিবেদক : নেপালে ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহত ক্যাপ্টেন আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানমের অবস্থা এখনও সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। মঙ্গলবার রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

হাসপাতালটির যুগ্ম পরিচালক প্রফেসর ড. মো. বদরুল আলম মণ্ডল বলেন, আফসানার ব্লাডপ্রেশার ১২০/১৮০। মস্তিষ্ক স্বাভাবিক রেসপন্স করছে না। তবে তার কিডনি, লিভার ও হার্ট সচল রয়েছে। এ অবস্থায় তার ব্রেইনের ওপর প্রেশার কমাতে মাথার খুলি খুলে রাখা হয়েছে। প্রেশার কমে গেলে খুলি আবার প্রতিস্থাপন করা হবে।

আফসানার বর্তমান অবস্থা জানতে চাইলে তিনি বলেন, প্রথম দিনের পর গত পরশু রাতে তিনি আবারও স্ট্রোক করেন। এরপর রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত আবার অস্ত্রোপচার করা হয়। আমরা আফসানার চিকিৎসা চালিয়ে যাব। এজন্য বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আরও একটি মেডিকেল টিম গঠন করা হবে।

গত ১২ মার্চ ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়। এ ঘটনায় ৫১ আরোহীর মৃত্যু হয়, যাদের মধ্যে চার পাইলট-ক্রুসহ ২৬ জন বাংলাদেশি।

Share