Current Date:Apr 21, 2025

এরশাদের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দিলেন শাফিন

অনলাইন ডেস্ক : ববি হাজ্জাজের জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) ছেড়ে হুসেইন মুহাম্মদ এরশাদের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন বাংলা ব্যান্ডসংগীতের জনপ্রিয় মুখ শাফিন আহমেদ। বৃহস্পতিবার সকালে এরশাদের বারিধারার বাসায় দেখা করেন শাফিন।

এ সময় তাদের সঙ্গে ছিলেন দলটির আরেক সদস্য এবং অভিনেতা সোহেল রানা। জাতীয় পার্টিতে শাফিন আহমেদ এখনও কোনো পদ পাননি। তবে খুব শিগগির তাকে পদ দেওয়া হবে বলে একাধিক সূত্রে জানা গেছে।

এর আগে শাফিন আহমেদ ২০১৭ সালের ফেব্রুয়ারিতে যোগ দিয়েছিলেন ববি হাজ্জাজের নেতৃত্বাধীন (এনডিএম)-এ। কিন্তু দলটি নিবন্ধন না পাওয়ায় সেখান থেকে সরে এসেছেন শাফিন।

Share