Current Date:Oct 7, 2024

চাঁদা না পেয়ে ইউপি সদস্যের রগ কর্তন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : চাঁদা না পেয়ে আলমগীর হোসেন ওরফে আলম নামে এক ইউপি সদস্যকে চাপাতি দিয়ে কুপিয়ে পায়ের রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা।

মঙ্গলবার বিকেলে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের খালেকের মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ডোয়াইল ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার আলমের কাছে ঈদের দু’দিন আগে চাঁদা দাবি করে সন্ত্রাসী রুবেল মিয়া, সাদ্দাম হোসেন ও রুবেল হোসেন। চাঁদা দিতে অস্বীকার করলে ওই সন্ত্রাসীরা ৯টি ভিজিএফ কার্ড দাবি করে। আলম মেম্বার তাদের ভিজিএফ কার্ড দিতেও অস্বীকৃতি জানান। এতে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে।

তারা আরও জানান, মঙ্গলবার বিকেলে আলম মেম্বার এলাকার খালেকের মোড়ে পোলট্রি খাদ্যের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছিলেন। এ সময় হঠাৎ সন্ত্রাসীরা চাপাতি, রামদা, লোহার রড নিয়ে আলম মেম্বারের প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম ও ডান পায়ের রগ কেটে দেয়। এতে আলম মেম্বার গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে সন্ত্রাসীরা তাকে রাস্তার পাশে ফেলে চলে য়ায়। এ সময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্ল্লেপ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক (আরএমও) মমতাজ উদ্দিন তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ডোয়াইল ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন রতন জানান, ঈদের আগে ভিজিএফ কার্ড নিয়ে ওদের সঙ্গে আলম মেম্বারের ঝামেলা হয়েছে।

ওসি জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share