Current Date:Apr 21, 2025

প্রেমের কোনও জায়গা নেই : জ্যাকুলিন

বিনোদন ডেস্ক: শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকুলিন ফার্নান্ডেজ বলিউডে জায়গা পাকাপোক্ত করেছেন। তবে নিজের জীবনে কাউকে জায়গা দিতে চান না তিনি।

সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে জ্যাকলিন বলেন, আমার জীবনে প্রেমের কোনও জায়গা নেই। প্রতিদিন যদি কোনও মানুষ রাত ১১টা পর্যন্ত কাজে ব্যস্ত থাকেন, এরপর কী লাভ লাইফ বলে কিছু থাকতে পারে?

নায়িকার ভাষ্য, কাজের জন্য বিভিন্ন জায়গায় যেতে হয় আমাকে। বহু মানুষের সঙ্গে দেখা করতে হয়। তাই প্রেম করার মতো কোনও সময়ই নেই আমার।

আর ক্যারিয়ারের এমন একটি অবস্থায় এসে প্রেম নিয়ে একদমই ভাবতে চান না তিনি। প্রেমিককে আলাদাভাবে সময় দেয়াও তার পক্ষে সম্ভব নয়।

মূলত ‘রেস থ্রি’ মুক্তির পর থেকে ক্যারিয়ার নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন জ্যাকুলিন। জ্যাকুলিনের প্রথম সিনেমা ‘মার্ডার ২’ মুক্তি পায় ২০১১ সালে। ২০১৪ সালে ‘কিক’ ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেন জ্যাকুলিন। এটি বলিউডে সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের একটি। হাউজফুল ২, রেস ২, হাউজফুল ৩সহ বেশ কিছু সংখ্যক সিনেমায় কাজ করেছেন।

Share