Current Date:Oct 7, 2024

সত্যি বলছি… ক্ষমা চাই: ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক : রাশিয়া বিশ্বকাপে আইসল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচ শেষে কাঠগড়ায় আর্জেন্টিনার দুই কিংবদন্তি। একজন লিওনেল মেসি। পেনাল্টি মিস করার কারণে। অন্যজন দিয়েগো ম্যারাডোনা। ভিআইপি বক্সে বসে নিজের আচরণের জন্য।

কী করেছেন ম্যারাডোনা? তার বিরুদ্ধে প্রথম অভিযোগ বর্ণবিদ্বেষী আচরণের। দ্বিতীয়টি নিয়ম ভাঙার। বলা হচ্ছে, মাঠে উপস্থিত দক্ষিণ কোরিয়ার এক সমর্থকের উদ্দেশে নাকি বর্ণবিদ্বেষমূলক অঙ্গভঙ্গি করেন আর্জেন্টিনার কিংবদন্তি।

ফেসবুক পেজে এ অভিযোগের জবাব দেন ম্যারাডোনা। লিখেছেন, “আমি এটা খুব ভালো বুঝি যে, বিশ্বকাপে মানুষ সর্বত্র খবর খুঁজে বেড়ায়। আসলে একজন এশিয়ার ফুটবল ফ্যান আর্জেন্টিনার জার্সি পড়েছিলেন গ্যালারিতে। আমি, অবাক হয়ে দূর থেকে, তাদেরকে বলার চেষ্টা করেছিলাম, চমৎকার! সুদূর এশিয়ার মানুষজন আমাদের সমর্থন করছে।”

দ্বিতীয় ঘটনা ম্যারাডোনার চুরুট খাওয়া নিয়ে। স্টেডিয়ামে ফিফার বিশাল বিলবোর্ড টাঙানো। লেখা ছিল, ‘তামাকমুক্ত ফিফা বিশ্বকাপে আপনাকে স্বাগত।’ তার কাছাকাছি বসেই ম্যারাডোনাকে চুরুট খেতে দেখা যায়।

এ নিয়ে বিতর্ক হয়, যা থামাতে ফেসবুকে তিনি লিখেছেন, ‘সত্যি বলছি, আমি জানতামই না স্টেডিয়ামে কেউ ধূমপান করতে পারবে না। ক্ষমা চাই।’ সবাইকে আর্জেন্টিনা দলের পাশে দাঁড়ানোর আবেদন করেন তিনি।

Share