Current Date:Oct 8, 2024

২১ আগস্ট ট্র্যাজেডি : আসামি পক্ষে যুক্তি পেশ অব্যাহত

অনলাইন ডেস্ক : ২০০৪ সালের একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আসামি পক্ষে যুক্তি পেশ অব্যাহত রয়েছে।
আজ বুধবার মামলাটির তদন্ত ভিন্নখাতে নেওয়ার চেষ্টাকারী তদন্তকারী কর্মকর্তা আসামি এএসপি আব্দুর রশীদের পক্ষে চতুর্থ কার্যদিবস যুক্তি উপস্থাপিত হয়। এদিনও এ আসামির পক্ষে যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় শেষ হয়।

ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে আইনজীবী আব্দুস সোবহান তরফদার এ যুক্তি উপস্থাপন করেন।

গত ৫ জুন এ আসামি পক্ষে যুক্তি পেশ শুরু হয়। বৃহস্পতিবারও মামলাটিতে যুক্তি উপস্থাপনের দিন ধার্য আছে।
এনিয়ে মামলাটিতে ৮৬তম ধার্য তারিখে রাষ্ট্র ও আসামি পক্ষে যুক্তি উপস্থাপিত হলো। আসামি পক্ষে এ পর্যন্ত ৩৮ জন আসামির পক্ষে যুক্তি উপস্থাপন শেষ হয়েছে।

রাষ্ট্রপক্ষ ২৫ কার্যদিবস যুক্তি উপস্থাপনের পর গত ১ জানুয়ারি তা শেষ হয়। রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৩৮ আসামির মৃত্যুদণ্ড এবং ১১ সরকারী কর্মকর্তার ৭ বছর কারাদণ্ড দাবি করেন।

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী কেন্দ্রীয় কার্যালয়ের সামনের জনসভায় সন্ত্রাসীরা ভয়াবহ গ্রেনেড হামলা চালায়। হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও প্রয়াত প্রেসিডেন্ট জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নির্মমভাবে নিহত হন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা অল্পের জন্য প্রানে বেঁচে যান। আহত হন শতাধিত নেতাকর্মী। এ ঘটনায় মতিঝিল থানার উপপরিদর্শক ফারুক হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল ও সাবের হোসেন চৌধুরী বাদী হয়ে মতিঝিল থানায় পৃথক ৩টি এজাহার দায়ের করেন।

Share