Current Date:Apr 19, 2025

তাহসানের একলা হওয়ার আবেদন (ভিডিও)

বিনোদন ডেস্ক : একাধারে অভিনেতা, গায়ক ও মডেল তাহসান খান। নিজের কাজের সব সেক্টরেই সমান জনপ্রিয় তিনি। এবার তিনি একলা হতে চাইছেন। তাইতো আবেগী কণ্ঠে গাইছেন- ‘একলা হতে চাই’। নিহার আহমেদের কথায় গানটির সুর করেছেন বেলাল খান। গানের মিউজিক করেছেন সাজিদ সরকার। সেভেনটিউন্স এন্টারটেইনমেন্ট’র ইউটিউব চ্যানেলে গানটির রিলিক্যাল ভিডিও প্রকাশ পেয়েছে।

নতুন গানটি প্রসঙ্গে প্রসঙ্গে তাহসান বলেন, ‘গানের সুর ও সংগীত ভালো হয়েছে। আমি যে ধারার গান করি এটিও তেমন। তবে কিছুটা ব্যতিক্রম থাকছে। আর সেভেনটিউনস একটি নতুন লেভেল। আমি আশা করি প্রতিষ্ঠানটি আগামীতে আরো ভালো ভালো গান শ্রোতাদের উপহার দেবে।’

তাহসানের নতুন এক গানটির ভিডিও নির্মাণেরও প্রক্রিয়া চলছে। শিগগির গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হবে বলে জানিয়েছন সেভেনটিউনসের কর্ণধার পারভীন সুলতানা।

উল্লখ্য, এর আগে একই চ্যানেলে আসিফ আকবরের আলোচিত গান কসম প্রকাশিত হয়। গানটি দর্শকদের কাছে প্রশংসিত হয়।

 

Share