Current Date:Oct 3, 2024

বাংলা সাহিত্যের কবি নজরুল, রাজনীতির কবি শেখ মুজিব : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা যখনই আন্দোলন-সংগ্রাম করেছি নজরুল যেমন আমাদের প্রেরণা আর শক্তি-সাহস যুগিয়েছেন, তেমনি বাংলাদেশকে স্বাধীন করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কাজেই একদিকে যেমন বাংলা সাহিত্যের কবি কাজী নজরুল ইসলাম ঠিক অপরদিকে আমরা দেখি রাজনীতির কবি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’

আজ শনিবার ভারতের পশ্চিমবঙ্গের আসানসোলে কবি নজরুল বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘ডক্টর অব লিটারেচার (ডি-লিট)’ ডিগ্রি গ্রহণের পর এক বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘আজ কাজী নজরুল ইসলামের ১১৯ তম জন্মবার্ষিকী, তার প্রতি আমার শ্রদ্ধা জানাই এবং জাতির পিতা যিনি আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন তার প্রতিও আমি শ্রদ্ধা জানাই। সেই সাথে স্মরণ করি আমাদের মহান মুক্তিযুদ্ধে, স্বাধীনতা সংগ্রামে ভারতবাসীকে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘ভারতবাসী আমাদের পাশে ছিলেন, সহযোগীতা করেছেন। এক কোটির উপর শরণার্থী তাদেরকে আশ্রয় দিয়েছেন। আমাদের মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিয়েছেন, এমনকি যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ার কাজেও সহায়তা করেছেন।’

শেখ হাসিনা বলেন, ‘চেতনার দিকে থেকে নজরুল এবং মুজিব দুটি নাম কিন্তু পাশাপাশি উঠে আসে। তাই তো স্বাধীনতার পর জাতির পিতা কবি নজরুলকে বাংলাদেশে নিয়ে যান। তিনি বাংলাদেশে শুধু নিয়ে যাননি, নজরুলকে জাতীয় কবি হিসেবে সম্মান দিয়েছেন।’

প্রধানমন্ত্রী বলেন, “মহান মুক্তিযুদ্ধের সময় জয় বাংলা স্লোগানটি জাতির পিতা গ্রহণ করেছিলেন কাজী নজরুল ইসলামের সেই কবিতা ও অবয়বাণী থেকে ‘বাংলা বাঙালির হোক। বাংলার জয় হোক! বাঙালির জয় হোক।’আমরা যখন স্বাধীনতা সংগ্রামের আন্দোলন করছি তিনি যখন ছয়দফা দিয়েছেন, তখনই নির্দেশ দিয়েছিলেন ছাত্রসমাজকে- এই স্লোগানটা কীভাবে জনগণের কাছে তুলে ধরা যায়। আমাদের মুক্তিযুদ্ধে জয় বাংলা একটি স্লোগান যা মানুষকে উদ্ধুদ্ধ করেছিল মহান আত্মত্যাগে।’

শেখ হাসিনা আরও বলেন, ‘একটি যুদ্ধবিধ্বস্ত দেশ গড়তে জাতির পিতা মাত্র সাড়ে তিন বছর হাতে পেয়েছিলেন। যেখানে আমাদের এক ফোটা খাদ্য নেই, কোনো রিজার্ভ মানি নেই, রাস্তা-ঘাট সবকিছু বিধ্বস্ত, এক কোটির উপর শরণার্থী, তিন কোটি মানুষ গৃহহারা সেই সময়েও ভারত সরকার এবং তৎকালীন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আমাদের পাশে দাঁড়িয়েছিলেন এবং সহযোগীতা করেছিলেন। এক কোটি শরণার্থী যখন ভারতে আশ্রয় নিয়েছিল তখন ভারতবাসী তাদের খাদ্য ভাগ করে খেয়েছে, অনেক আত্মত্যাগ করেছে। আমি কৃতজ্ঞতা জানাই ভারতবাসীর প্রতি।’

Share