Current Date:Oct 7, 2024

শুধু দৃষ্টিনন্দন ফুটবল নই, জয় চাই: সুইস কোচ

স্পোর্টস ডেস্ক : ইউরোপের সবচেয়ে সুন্দর দেশ বলা হয় সুইজারল্যান্ডকে। কিন্তু ফুটবল মাঠে তারা ওই সৌন্দর্য প্রদর্শন করতে আগ্রহী না। তাদের জয় চাই। বল প্রয়োগ করে ফুটবল খেলার খ্যাতি আছে সুইসদের। মারধর করে খেলার কৌশলটাও বেশ রপ্ত করেছে দলটি। গত দুই বছরে শক্তিশালী ডিফেন্স নিয়ে বেশ নজর কেড়েছে ইউরোপের দলটি। র‌্যাংকিং চোখ কপালে তোলার মতো। মাত্র ৬। সুইজারল্যান্ড কোচও জানিয়ে দিলেন, দৃষ্টিনন্দন ফুটবল খেলতে তাদের বয়েই গেছে। তারা চাই জয়।

সুইজার‌ল্যান্ড সর্বশেষ দুই বছরে ২২ ম্যাচ খেলে মাত্র একটিতে হেরেছে। এর মধ্যে একমাত্র হারটি আবার ইউরো জয়ী পর্তুগালের বিপক্ষে। ব্রাজিলেরও দারুণ ফর্ম। তারাও সর্বশেষ ২২ ম্যাচের মাত্র একটিতে হারের স্বাদ পেয়েছে। শিরোপা জয়ের তালিকায় আছে ব্রাজিলের নাম। তিতে দারুণ সামলাচ্ছেন তার দলকে। কিন্তু সুইজারল্যান্ডকে ভয় পেতে পারেন তিনি। বিশেষ করে কোচের কথার পর।

সুইজ কোচ প্যাটকোভিক বলেন, ‘আমরা বিশ্বকাপে শুধু সুন্দর, গোছোলো বা ছিমছাম ফুটবল খেলতে আসিনি। আমরা এসেছি জিততে। আমাদের দল মাঠে যতটা পারা যায় সংগঠিত থাকবে। কারণ আমরা ব্রাজিলের মতো একটি দলকে ঠকানোর চিন্তা করছি। আমাদের তাদের ভুলের সুযোগগুলো ঠিকঠাক নিতে হবে। আমি জানি আমরা সুযোগ তৈরি করবো। কিন্তু সেখান থেকে আমাদের একটা বা দুটো গোল করতে হবে।’

সুইজারল্যান্ড অধিনায়ক এবং জুভেন্টাস ডিফেন্ডার লিচেনেস্টেইনার জুভেন্টাসের হয়ে বার্সার নেইমারের মুখোমুখি হয়েছিলেন বলে জানান। তার বিপক্ষে খেলা কখনোই আরামের নয় বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, ‘বাস্তবিকভাবে ৯০ মিনিট তাকে আটকে রাখা অসম্ভব। সে তার জায়াগায় বিশ্বের সবেচেয়ে পরিপূর্ণ এবং সেরা খেলোয়াড়।’

নেইমার এবং ব্রাজিল আক্রমণ সামলানোর ব্যাপারে সুইজ অধিনায়ক বলেন, ‘আমাদের পরিপূর্ণ শক্তি ব্যবহার করতে হবে এই ম্যাচে। আমাদের ফুলব্যাকের সঙ্গে উইঙ্গারদেরও দায়িত্বটা নিতে হবে। নেইমারের সঙ্গে অনান্য খেলোয়াড় খেলার জায়গা বন্ধ করে দিতে হবে।’

তবে নেইমার-কৌতিনহোর সঙ্গে ‘লা নাটি’দের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া। সুইজারল্যান্ড বিশ্বকাপের জন্য রাশিয়ায় প্রস্তুতি নিয়েছে বরফের অঞ্চলে। রাশিয়ান গ্রীষ্মে সেখানে ১৯ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্র ছিল। কিন্তু ব্রাজিল-সুইজারল্যান্ড ম্যাচটি অনুষ্ঠিত হবে রোস্তভে। সেখানে তাপমাত্র ৩২ ডিগ্রী সেলসিয়াস। সুইজ অধিনায়ক এ বিষয়ে বলেন, ‘আমাদের জন্য আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়ে খেলাটা সহজ হবে না।’ তবে তাদের কোচ সোজাসুজি জানিয়ে দিয়েছেন এসব অজুহাত দেওয়ার সুযোগ নেই।

Share