Current Date:Apr 20, 2025

এ আর রহমানের কম্পোজিশনে গাইতে চান সেলেনা

অনলাইন ডেস্ক : অস্কারজয়ী এ.আর. রাহমানের সঙ্গে কাজ করার আগ্রহ জানিয়ে পপ সঙ্গীত তারকা সেলেনা গোমেজ বলেছেন, ‘এ আর রাহমানের কাজ আমার খুব পছন্দ। তিনি এখন একজন আন্তর্জাতিক তারকা। আমি তার কম্পোজিশনে গান করতে চাই। আমার মনে হয় বলিউড সিনেমার জন্য সেটি চমৎকার একটি গান হবে।’

মিড-ডেতে দেওয়া এক সাক্ষাৎকারের সেলেনা বলেন, ‘আমি ভারতের বেশ কয়েকজন সংগীতশিল্পীকে অনুসরণ করি। আমি বিশ্বাস করি তারা অসাধারণ কাজ করেন।’

এ আর রাহমান হলিউডের ‘স্লামডগ মিলিয়নিয়ার’, ‘১২৭ আওয়ারস’, ‘মিলিয়ন ডলার আর্ম’ ও ‘পিপল লাইক আস’সহ বেশ কিছু সিনেমায় কাজ করেছেন। এই কাজগুলো করে আন্তর্জাতিক খ্যাতি পান তিনি।

৮১তম অস্কার প্রতিযোগীতার আসরে ‘স্লামডগ মিলিয়নিয়ার’ সিনেমার সংগীত পরিচালনার জন্য শ্রেষ্ঠ সংগীত পরিচালক ও সর্বোচ্চ স্কোরের জন্য এ.আর. রাহমান দুটি পুরস্কার লাভ করেন।

Share