নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মহাজোট সম্প্রসারণে আওয়ামী লীগের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনার বিষয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আলোচনা প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমরা তাদের মনোভাব বুঝতে চেয়েছি। বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলেছি। তবে কোনো কিছুই চূড়ান্ত হয়নি।
রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিভিন্ন দলের সঙ্গে আলোচনা যদি কোনো কৌশলগত জোট গঠনের দিকে যায়, তাহলে তো সেটা গোপন থাকবে না। তখন সবাই জানবে। চাঁদ উঠলে কি আপনারা দেখবেন না?
ওবায়দুল কাদের বলেন, কারো সঙ্গে হয়তো সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছি, এর সঙ্গে রাজনীতি নেই, সেটা বলব না। কিন্তু তা একেবারে প্রাথমিক পর্যায়ে। আমরা চাইলেই তো হবে না, তাদেরও চাইতে হবে।
সিটি নির্বাচনের আগে বরিশাল, রাজশাহী ও সিলেটে বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে— এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে গ্রেফতার না করার বিষয়ে হাইকোর্টের রুল আছে। পুলিশ বলছে, গ্রেফতারের ক্ষেত্রে হাইকোর্টের রুল অমান্য করা হচ্ছে না। যাদের গ্রেফতার করা হচ্ছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে।