Current Date:Oct 14, 2024

ড্রাইভিং লাইসেন্স আছে? উত্তর না হলে গাড়ি ভাঙচুর

 কাওরান প্রতিনিধি : রাজধানীর কাওরান বাজারে চালকদের ড্রাইভিং লাইসেন্স না থাকায় গাড়ি ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। যাদের ড্রাইভিং লাইসেন্স ছিল তাদের গাড়ির কোনো ক্ষতি না করে ছেড়ে দেয়া হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ওয়াসা ভবনের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকর্মী আনিন্দ্য মামুন বলেন, বিক্ষুব্ধ ছাত্ররা প্রথমে ড্রাইভারকে জিজ্ঞেস করছে ড্রাইভিং লাইসেন্স আছে? না, নাই-এমন উত্তর হলে এই গাড়ি যাবে না বলেই এলোপাতাড়ি ভাঙচুর। বিষয়টি সিনেমাটিক মনে হলো। এমন করে বাংলা ছবির নায়কদের দেখেছি। এই প্রথম বাস্তবে দেখলাম। যে কাজটি পুলিশ করতে পারছে না, তা আমাদের ছোট ছোট ভাইয়েরা কত সহজে করে দিচ্ছে। উল্লেখ্য, পুলিশের শত চেষ্টার পরও ড্রাইভিং লাইসেন্স ছাড়া সড়কে গাড়ি চালাচ্ছেন অনেক চালক।

তিনি জানান, স্কুল-কলেজের ছাত্ররা কয়েকটি গ্রুপে ভাগ হয়ে বাস পিকআপ থামিয়ে চালককে জিজ্ঞাসা করছিল, তাদের লাইসেন্স আছে কিনা। যার কাছে ছিল তাদের ছেড়ে দিচ্ছিল। আর যাদের কাছে ছিল না সেই বাসের যাত্রীদের নেমে যেতে বলে, পরে সেই বাসের গ্লাসগুলো ভেঙে দিচ্ছিল। পরে পুলিশের প্রতিবাদে তারা দৌঁড়ে চলে যায়।

Share