আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর-পূর্ব রাজ্য ত্রিপুরায় বাম দুর্গের পতন ঘটেছে। এবার বিজেপির কাছে ধরাশায়ী হতে হয়েছে তাদের। ত্রিপুরায় ৬০টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ৪৩টি। অন্যদিকে মেঘালয়ে ২০ আসন পেয়ে এগিয়ে আছে কংগ্রেস। এছাড়া নাগাল্যান্ডে এনডিপিপি ও বিজেপি যৌথভাবে ৩১ আসন পেয়ে এগিয়ে আছে। খবর আনন্দবাজার পত্রিকার।
শনিবার সকালে ভোট গণনা শুরু হওয়ার পর বিজেপির সঙ্গে বামফ্রন্টের হাড্ডাহাড্ডি লড়াইয়ের চিত্র দেখা গেলেও শেষ পর্যন্ত বামফ্রন্ট পিছিয়ে পড়েছে। রাজ্যটিতে এর আগে নরেন্দ্র মোদির দলের কোনো অবস্থানই ছিল না। এখন কংগ্রেসকে পেছনে ফেলে সিপিএমকেও ঠেলে ছোট রাজ্যটিতে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি।
ত্রিপুরার বিধানসভার ৬০ আসনের ৫৯টিতে গত ১৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হয়েছে। সিপিএমের এক প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনে ভোটগ্রহণ স্থগিত হয়েছিল। ৫৯ আসনের এর মধ্যে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি ৪৩টি আসনে এগিয়ে রয়েছে। সেখানে বামফ্রন্ট এগিয়ে ১৬টিতে।
ত্রিপুরায় বামফ্রন্ট প্রথম ক্ষমতায় আসে ১৯৭৭ সালে। পরের নির্বাচনেও জেতে বামফ্রন্ট। তবে ১৯৮৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরা কংগ্রেসের কাছে হাতছাড়া হয় বামদের। এরপর ১৯৯৩ সালে আবার ক্ষমতায় আসার পর বামফ্রন্ট টানা চারবার জয় পায়।
মেঘালয়ে কংগ্রেস ক্ষমতায় আছে। সেখানে মুখ্যমন্ত্রী মুকুল সাংমার নেতৃত্বাধীন কংগ্রেস ২০টি আসনে এগিয়ে আছে। এনপিপি ১৯টি, বিজেপি ২ ও অন্যান্যরা ১৮টিতে এগিয়ে আছে বলে জানা গেছে। এখানে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা কেউ পাচ্ছে না বলেই মনে হচ্ছে।
নাগাল্যান্ডে ক্ষমতাসীন নাগা পিপলস ফ্রন্ট বা এনপিএফ এগিয়ে ২৭টি আসনে। তারা এ রাজ্যে ২০০৩ সাল থেকে ক্ষমতায় রয়েছে। ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (এনডিপিপি) ও বিজেপি মিলে ৩১টি আসনে এগিয়ে রয়েছে। অন্যান্যরা রয়েছে ৫টি আসনে। নাগাল্যান্ডে বিজেপি ২০টি আসনে প্রার্থী দিয়েছিল।
তিনটি রাজ্যেই সরকার গঠন করতে হলে ৩১টি করে আসন পেতে হবে।
নাগাল্যান্ড ও মেঘালয়ে নির্বাচন হয় ২৭ ফেব্রুয়ারি। এবার তিন রাজ্যেই রেকর্ড পরিমাণ ভোট পড়েছে। ত্রিপুরায় যেখানে ভোট পড়েছে ৮৯ শতাংশ, সেখানে নাগাল্যান্ড ও মেঘালয়ে ৭৫ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।