Current Date:Oct 13, 2024

এ বছর অকৃতকার্য পরীক্ষার্থীদের অধিকাংশই ইংরেজিতে খারাপ করেছে

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা শিক্ষাবোর্ডে এবারের এইচএসসি’র ফলাফলে পাশের হার ও জিপিএ দুটোই বেড়েছে। পাশের হারে মেয়েরা এগিয়ে রয়েছে। এ বছর অকৃতকার্য পরীক্ষার্থীদের অধিকাংশই ইংরেজিতে খারাপ করেছে। এ বিষয়ে ৭৩ দশমিক ৩৫ ভাগ পরীক্ষার্থী পাশ করেছে। ফেল করেছে ৩৫ হাজার ৮৪৬ পরীক্ষার্থী।

কুমিল্লায় এবারে পাশের হার ৬৫ দশমিক ৪২ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৯৪৪ পরীক্ষার্থী। গত বছর পাশের হার ছিল ৪৯ দশমিক ৫২ ভাগ ও জিপিএ-৫ পেয়েছিল ৬৭৮ পরীক্ষার্থী।

গত বছর কুমিল্লায় অর্ধেকেরও বেশি পরীক্ষার্থী ফেল করেছিল। দেশের ১০টি শিক্ষাবোর্ডের মধ্যে কুমিল্লায় পাশের হার সবচাইতে কম ছিল। এ বছর ওই ফলাফল বিপর্যয় কাটিয়ে উঠেছে কুমিল্লা শিক্ষাবোর্ড।

কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো: আসাদুজ্জামান জানান, বোর্ড কর্তৃপক্ষের শিক্ষা প্রতিষ্ঠান মনিটরিংসহ বিভিন্ন পদক্ষেপ এবং শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের চেষ্টায় গত বছরের তুলনায় এ বছর ফলাফল ভাল হয়েছে।

তিনি আরও বলেন, খারাপ ফলাফল করা শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে খোঁজ খবর নিয়ে বহুমূখী পদক্ষেপ নেয়া হবে, যাতে তারা ভাল ফলাফল করতে পারে।

বোর্ড সূত্রে জানা গেছে, জিপিএ-৫ পাওয়া ৯৪৪ পরীক্ষার্থীর মধ্যে ৪৮৩ ছেলে ও ৪৬১ জন মেয়ে। এ বছর কুমিল্লা বোর্ডের আওতাধীন ৩৮২ শিক্ষা প্রতিষ্ঠানের ১ লাখ ৩ হাজার ৬৬৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাশ করেছে ৬৭ হাজার ৮২০ জন। এ বছর বিজ্ঞান বিভাগে পাশের হার ৮৩ দশমিক ৫ শতাংশ, মানবিক বিভাগে ৫৬ দশমিক ৬১ শতাংশ ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৬৫ দশমিক ১৩ শতাংশ। ৩৮২টি প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাশ করেছে ১৪ টি কলেজের শিক্ষার্থী। কোন শিক্ষার্থীই পাশ করেনি ২টি কলেজের।

 

Share