Current Date:Oct 9, 2024

ফুটওয়্যার তৈরি ও রফতানি করতে সক্ষম বাংলাদেশ

নিউজ ডেস্ক : তৈরি পোশাকের মতো কম মূল্যে উন্নত মানের ফুটওয়্যার তৈরি ও রফতানি করতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

২৭ জুন, মঙ্গলবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন এবং অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি) আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ফুটওয়্যারের উন্নত মানের কাঁচামাল বাংলাদেশের নিজস্ব উৎপাদিত, আমদানি করতে হয় না। বাংলাদেশে বিপুল সংখ্যক দক্ষ জনশক্তি রয়েছে। ফলে বাংলাদেশ তৈরি পোশাকের মতো কম মূল্যে উন্নত মানের ফুটওয়্যার তৈরি ও রফতানি করতে সক্ষম।’

ইতোমধ্যে বাংলাদেশ বিশ্বমানের ফুটওয়্যার তৈরি ও রফতানি শুরু করেছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সাড়ে ১৬ কোটি মানুষের চাহিদা পূরণ করে বিভিন্ন দেশে ফুটওয়্যার রফতানি করছে। সংগত কারণেই বাংলাদেশে একের পর এক আধুনিক ও বিশ্বমানের ফুটওয়্যার কারখানা গড়ে ওঠছে।’

ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মতো উন্নত দেশগুলো বাংলাদেশ থেকে তৈরি পোশাকের মতো ফুটওয়্যার আমদানি করলে লাভবান হবেন বলে দাবি করেন মন্ত্রী।

বাংলাদেশে একের পর এক গ্রিন ফ্যাক্টরি গড়ে উঠছে জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, ‘বাংলাদেশের তৈরি পোশাক কারখানাগুলো এখন সম্পূর্ণ কমপ্লায়েন্স। তৈরি পোশাক কারখানাগুলো অত্যাধুনিক করে গড়ে তুলতে শিল্প মালিকদের নতুন করে বিপুল অর্থ বিনিয়োগ করতে হয়েছে।’

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, বাণিজ্যসচিব শুভাশীষ বসু, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান, বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন।

এ ছাড়াও বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি সিদ্দিকুর রহমান, বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকার নির্বাহী পরিচালক মেজর জেনারেল হাবিবুর রহমান খান এবং ব্রাসেলসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাহাদাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Share