Current Date:Oct 12, 2024

বেনাপোলে ২ স্বর্ণের বারসহ যুবককে আটক করেছে বিজিবি

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারকালে যশোরের বেনাপোলে ১ কেজি ১০০ গ্রাম ওজনের দু’টি স্বর্ণের বারসহ মিলন হোসেন নামের যুবককে আটক করেছে বিজিবি। বুধবার সকালে বেনাপোলের বাহাদুরপুর সড়ক থেকে তাকে আটক করে আমড়াখালী চেকপোস্টের বিজিবি সদস্যরা। আটক মিলন হোসেন বেনাপোলের পোড়াবাড়ী গ্রামের মৃত মশিয়ার রহমানের ছেলে।

বিজিবি সূত্র জানায়, ঢাকা থেকে আনা একটি স্বর্ণের চালান বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচার হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা বেনাপোলে বাহাদুরপুর সড়কে অভিযান চালিয়ে মিলন হোসেনকে আটক করে। এ সময় তার শরীর তল্লাশি করে ১ কেজি ১০০ গ্রাম ওজনের দু’টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিন হাজার টাকার বিনিময় স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে মিলন জানায়।

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য ৪৭ লাখ টাকা। আটক মিলনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। স্বর্ণের বার দু’টি বেনাপোল কাস্টমস হাউজে জমা দেওয়া হয়েছে।

 

Share