Current Date:Oct 10, 2024

ইমরানের ওপর হামলা, তদন্ত প্রতিবেদন পেছাল

অনলাইন ডেস্ক : গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের ওপর হামলার ঘটনায় মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। আগামী ১ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত।

আজ বুধবার ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব এ দিন ধার্য করেন।

ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান এ বিষয়ে নিশ্চিত করেছেন।

আনিসুর রহমান জানান, আজ ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় বিচারক আগামী ১ আগস্ট পরবর্তী দিন ধার্য করেন।

নথি থেকে জানা যায়, ২০১৭ সালের ১৭ আগস্ট সন্ধ্যায় জাতীয় জাদুঘরের সামনে বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ করছিলেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। এ সময় ইমরান এইচ সরকার উপস্থিত ছিলেন। হঠাৎ একদল যুবক তাঁদের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হন। এরপর ইমরানের ওপর হামলা করা হয়।

এ ঘটনায় রাতেই গণজাগরণ মঞ্চের কর্মী নাসিরউদ্দিন সোহাগ বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি করেন। মামলায় অজ্ঞাতনামা ১০ থেকে ১১ জনকে আসামি করা হয়।

 

Share