Current Date:Oct 11, 2024

এরদোয়ানের জন্য হাসিনার উপহার আড়াই মণ আম

নিজস্ব প্রতিবেদক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে আড়াই মণ আম উপহার হিসেবে পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী পক্ষ থেকে উপহার হিসেবে আম নিয়ে তুরস্ক গেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।

সোমবার বাংলাদেশ সময় রাত ৯টায় তুরস্কের আঙ্কারায় প্রেসিডেন্ট প্যালেসে তুরস্কের পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান-এর অভিষেক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন পরিকল্পনামন্ত্রী। পরিকল্পনামন্ত্রীর সঙ্গে ওই অনুষ্ঠানে তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত যোগ দেবেন।

পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এই বিজ্ঞপ্তিতে থাকা তথ্য অনুযায়ী সোমবার সকাল ছয়টায় তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়ে গেছেন পরিকল্পনামন্ত্রী।

গত ২৪ জুনের প্রেসিডেন্ট নির্বাচনে ৫২ দশমিক ৫৫ শতাংশ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন এরদোয়ান।

২০০৩ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তুরস্কের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন এরদোয়ান। এর মধ্যে ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার পর মন্ত্রিপরিষদ শাসিত শাসনব্যবস্থার বদলে রাষ্ট্রপতি শাসনব্যবস্থা প্রবর্তন করেন এরদোয়ান।

বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধী জামায়াত নেতা মতিউর রহমান নিজামী এবং আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির পর এরদোয়ানের বিরূপ প্রতিক্রিয়ার পর বাংলাদেশ ও তুরস্কের সম্পর্কে উত্তেজনা তৈরি হয়। পরে আবার দুই পক্ষ বিরোধ মিটিয়ে ফেলে।

এর মধ্যে জুনের শেষে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরদোয়ানকে স্বাগত জানিয়ে তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানিয়েছেন।

 

Share