Current Date:Oct 12, 2024

কুশখালী সীমান্তে ২৫ কেজি ভারতীয় রূপা ও অস্ত্র উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কুশখালী সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ২৫ কেজি ভারতীয় রূপা ও একটি এয়ারগান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

আজ রবিবার ভোরে সদর উপজেলার কুশখালী সীমান্ত থেকে ওই রূপা ও অস্ত্র উদ্ধার করা হয়। তবে, বিজিবি এসময় কোনো চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়নি। উদ্ধারকৃত রূপার মূল্য ১৬ লাখ ৪ হাজার ২৯৫ টাকা।

কুশখালী বিওপির নায়েক সুবেদার হানিফ জানান, সদর উপজেলার কুশখালী সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত থেকে রূপার একটি বড় চালান আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় সেখান থেকে ২৫টি প্যাকেট থেকে ২৪ কেজি ৯৫০ গ্রাম ভারতীয় রূপা ও একটি এয়ারগান উদ্ধার করা হয়।

সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটেলিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক সৈয়দ ফজলে হোসেন দুপুরে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিং করে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত রূপার আনুমানিক মূল্য ১৬ লাখ ৪ হাজার ২৯৫ টাকা।

Share