Current Date:Oct 9, 2024

খুলনা-গাজীপুর নির্বাচন থেকে দুটো জিনিস প্রমাণ হয়েছে: মওদুদ

ডেস্ক রিপোর্ট : খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন থেকে দুটো জিনিস প্রমাণ হয়েছে। প্রথমটি হলো, দলীয় সরকারের অধীনে কোনোদিন নির্বাচন সুষ্ঠু হয় না। দ্বিতীয়টি হলো- আমাদের নতুন করে চিন্তা করতে হবে যে, সাধারণ নির্বাচনে কোনও দলীয় সরকারের অধীনে কোন অবস্থাতে আমরা নির্বাচন করব, নাকি করব না? এটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে।

বললেন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সমাবেশে এসব কথা বলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

মওদুদ আহমদ বলেন, নতুন তিন সিটি করপোরেশন নির্বাচন আমাদের ওই সিদ্ধান্তের মধ্য দিয়ে পথ দেখিয়ে দেবে। আজ এ জিনিসটা স্পষ্ট করা দরকার। সেজন্য আমি চেষ্টা করলাম, যতটুকু সম্ভব স্পষ্ট করার যে, ওই তিন সিটি করপোরেশন নির্বাচন শেষ নির্বাচন হবে সাধারণ নির্বাচনের আগে।

মওদুদ বলেন, ‘দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে না- এটা প্রমাণ করতে হবে। এটা আমরা কিন্তু প্রমাণ করতে পেরেছি। আমরা বলেছিলাম যে, গাজীপুর দেখার পর আমরা দেখব সিলেট, বরিশাল ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আমরা কী করতে পারি?

Share