Current Date:Oct 10, 2024

চট্টগ্রামে চিকিৎসকের অবহেলায় আবারো রোগীর মৃত্যুর অভিযোগ

অনলাইন ডেস্ক : ভুল চিকিৎসায় এক সাংবাদিকের কন্যা শিশুর মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার চিকিৎসকের অবহেলায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার প্রবর্তক এলাকায় ফরটিজ নামক বেসরকারি হাসপাতালে চিকিৎসকের অবহেলায় লোকমান চৌধুরী নামের ওই রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।

লোকমান চৌধুরীর সন্তানের অভিযোগ, মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক শিমুল কুমার ভৌমিক তার বাবার অক্সিজেন মাক্স খুলে ফেলেন। এ সময় তিনি আরো অসুস্থ হয়ে পড়েন এবং এর ৫ মিনিটের মধ্যে মারা যান।

তবে এ অভিযোগ সম্পর্কে চিকিৎসক শিমুল কুমার ভৌমিক এর বক্তব্য পাওয়া যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষও কিছু জানায়নি।

এর আগে শুক্রবার (২৯ জুন) চট্টগ্রামের বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভুল চিকিৎসায় রাইফা নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ করেন স্বজনরা। ওই ঘটনায় পুলিশ অভিযুক্ত চিকিৎসক চিকিৎসক দেবাশীষকে আটক করলেও চিকিৎসকদের সংগঠন বিএমএ নেতাদের চিকিৎসা সেবা বন্ধের হুমকির পর তাকে ছেড়ে দেয়া হয়।

নিহত রাইফা দৈনিক সমকালের সিনিয়র সাংবাদিক ও চট্টগ্রাম স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি রুবেল খানের মেয়ে।

 

Share