দাবানল থেকে বাঁচতে ইইউ’র দ্বারস্থ সুইডেন

0
398

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ দাবানলের কবলে পড়েছে সুইডেন। এবার জরুরি ভিত্তিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাহায্য চেয়েছে দেশটি। জানা গেছে, ইতোমধ্যেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে ইতালি থেকে দু’টি প্লেন, নরওয়ে থেকে ছয়টি হেলিকপ্টার পাঠানো হয়েছে।

দাবানল দ্রুত ছড়িয়ে পড়ার ফলে আরো বেশি সাহায্য কামনা করেছে সুইডেন। বেশ কয়েকদিন ধরেই তীব্র দাপদাহে পুড়ছে বিস্তৃত বনাঞ্চল। এমনকি ধোঁয়ায় ছেয়ে গেছে আশেপাশের এলাকা।

সরকারিভাবে স্থানীয়দের দরজা-জানালা বন্ধ করে ঘরের মধ্যে থাকার জন্য বলা হচ্ছে। গত এক যুগে দেশটিতে এ ধরনের ভয়াবহ দাবানল উদ্ধারকারী দলের সঙ্গে যুক্ত থমাস এন্ডারসন নামের একজন কর্মকর্তা বলেন, গত ১২ বছরের মধ্যে এতো ভয়াবহ দাবানল প্রত্যক্ষ করেনি সুইডেন।