Current Date:Oct 11, 2024

সুরমা নদী ছাড়া সব নদীর পানি কমছে

ডেস্ক রিপোর্ট : সুরমা নদী ছাড়া দেশের সব নদনদীর পানি কমতে শুরু করেছে। বুধবার আগের দিনের চেয়ে পানির স্তর নেমেছে। আগামী দুই দিনও এ ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

এদিকে বুধবার দেশের নদীগুলোর ৯৪টি পর্যবেক্ষণাধীন স্টেশনের মধ্যে শুধুমাত্র সুরমা নদীর দিরাই পয়েন্টে বিপদসীমার ১ মিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এছাড়া ৫টি নদীর পানির স্তর অপরিবর্তিত রয়েছে। বুধবার দেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় পঞ্চগড়ের জারিয়াজঞ্জাইল- ৬২ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৬ দশমিক ২ এবং সর্বনিম্ন রাঙ্গামাটিতে ২৪ দশমিক ৮।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানায়, আজ রংপুর, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। তবে সব মিলিয়ে আগামী দুই দিন আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।

Share