Current Date:Oct 11, 2024

‘সড়ক দুর্ঘটনা কমাতে পেশাজীবী গাড়িচালক তৈরি করা হচ্ছে’

ডেস্ক রিপোর্ট : সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে দক্ষ ও মানবিক গুণসম্পন্ন পেশাদার গাড়ি চালক তৈরির লক্ষ্যে পেশাজীবী গাড়িচালকদের স্বল্পমেয়াদি প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

আজ মঙ্গলবার সংসদে সরকারি দলের সদস্য এম. আবদুল লতিফের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পেশাজীবী গাড়িচালকদের লাইসেন্স নবায়ন করার সময় দু’দিন মেয়াদি এ প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে।

তিনি জানান, দেশে পর্যাপ্ত ড্রাইভিং স্কুল ও ইনস্ট্রাক্টর না থাকায় প্রয়োজনীয় সংখ্যক দক্ষ গাড়িচালক তৈরি হচ্ছে না। এ লক্ষ্যে বিআরটিএ যথাযথ পদ্ধতি ধারাবাহিকভাবে ড্রাইভিং ইনস্ট্রাক্টর ও ড্রাইভিং প্রশিক্ষণ স্কুল রেজিস্ট্রেশন দিচ্ছে। গত ৩০ জুন পর্যন্ত ১২৩টি ড্রাইভিং স্কুলকে রেজিস্ট্রেশন দেয়া হয়েছে এবং ১৭৯ জনকে ড্রাইভিং ইনস্ট্রাক্টর লাইসেন্স দেয়া হয়েছে। ওইসব ড্রাইভিং স্কুলের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষ ড্রাইভার তৈরি করা হচ্ছে।

Share