Current Date:Oct 10, 2024

হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্রীদের মিছিল

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : কোটা সংস্কার আন্দোলনকারীদের গ্রেপ্তার ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন হলের ছাত্রীরা।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা মিছিলে বাধা দেওয়ার অভিযোগ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে মিছিলটি বের হয় ঢাবির রোকেয়া হল থেকে। শিক্ষার্থীরা মিছিল নিয়ে শামসুন্নাহার হলের দিকে যান। সেখানে ছাত্রীদের মিছিলে যোগ দেওয়ার কথা ছিল।

ওই হলের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের এক ছাত্রী নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, হলের ছাত্রলীগ নেতৃত্ব ছাত্রীদের মিছিলে যোগ দিতে বাধা দেন। এ সময় একজন আন্দোলনকারী সেটি ভিডিও করলে তাঁর ফোন কেড়ে নেওয়া হয় এবং আইসিটি আইনে মামলার হুমকি দেওয়া হয়।

একপর্যায়ে কবি সুফিয়া কামাল হলের ছাত্রীরা এসে মিছিলে যোগ দেন। তখন মিছিলটি টিএসসি দিয়ে গ্রন্থাগার, কলাভবন, সামাজিক বিজ্ঞান অনুষদ, সিনেট ভবন ঘুরে পুনরায় গ্রন্থাগারের সামনে গিয়ে শেষ হয়।

শিক্ষার্থীরা মিছিলে ‘ক্যাম্পাসে হামলা কেনো, প্রশাসন জবাব দাও’, ‘এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেন।

মিছিলে অংশগ্রহণকারী ছাত্রীরা অভিযোগ করেন, এর কিছুক্ষণ পরে গ্রন্থাগারের সামনে এসে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা অবস্থান নেন। এ সময় কেউ কেউ কটূক্তিমূলক কথা বলেন। পরে বিক্ষোভকারীরা আবার টিএসসিতে এসে সমাবেশ করেন।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জাকিয়া পারভিন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে আমরা ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হয়েছি। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ হামলা করেছে। এখন পর্যন্ত তাদের কোনো বিচার হয়নি। আমরা নিরাপদ ক্যাম্পাস চাই। সেই দাবিতে এখানে এসেছি।’

 

Share