Current Date:Oct 11, 2024

কুড়িগ্রামে জন্ম নিলো এ কেমন শিশু, কপালে চোখ!

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় নাকবিহীন ও কপালে অদ্ভুত আকৃতি চোখসহ এক কন্যা শিশুর জন্ম হয়েছে। জন্মের আধা ঘণ্টা পর তার মৃত্যু হয়। গতকাল শনিবার রাতে উপজেলার রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অদ্ভুত ওই শিশুটির জন্ম হয়।

ওই শিশুটির মায়ের নাম নিশি আক্তার। তিনি রৌমারী সদর ইউনিয়নের নটানপাড়া গ্রামের আসাদুজ্জামানের স্ত্রী।

শনিবার রাতে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সের সুত্রে জানা যায়, শনিবার দুপুরে প্রসব বেদনা নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন নিশি আক্তার। রাতের দিকে তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন। দেখা যায় শিশুটির নাক নেই এবং চোখ দুটি পাশাপাশি কপালের মধ্যে। জন্মের আধা ঘন্টা পর সেটির মৃত্যু হয়।

এই শিশু জন্মের খবর ছড়িয়ে পড়লে স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটিকে এক নজর দেখার জন্য ভিড় জমায় উৎসুক জনতা। এলাকাবাসী জানায়, দেড় বছর আগে নিশি আক্তারের সঙ্গে বিয়ে হয় আসাদুজ্জামানের। এটি তাদের প্রথম সন্তান।

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অনুপ কুমার বিশ্বাস জানান, গর্ভকালীন ফলিক অ্যাসিড নামক ট্যাবলেট না খাওয়ায় শিশুটি এনএন সেফালি রোগে আক্রান্ত হয়েছিল।

Share