Current Date:Oct 11, 2024

কাওরান বাজারে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক : রাজধানীর কাওরান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। আজ মঙ্গলবার সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত তারা বিক্ষোভ করেন। এ সময় রাস্তায় যান চলচাল বন্ধ হয়ে যায়। পরে তেজগাঁও বিভাগ পুলিশের হস্তক্ষেপে তারা রাস্তা থেকে সরে যান।

পূর্ব তেজতুরী বাজারের গোল্ডস্টার ডিজাইন লিমিটেড নামের প্রতিষ্ঠানটির কর্মীরা বলেন, বকেয়া ঈদ বোনাস ও বকেয়া বেতন না দিয়ে প্রতিষ্ঠানটি আকস্মিকভাবে বন্ধ করা হয়েছে। সব কর্মীরা বেকার হয়ে পড়েছেন। বেশ কয়েকবার তারিখ দিয়েও বেতন-বোনাস দেয়া হয়নি। তাই বাধ্য হয়ে আজ বিক্ষোভ করতে রাস্তায় নেমেছি। সব বকেয়া পাওনা একদিনেই দিতে হবে।

তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) দেওয়ান মো. সবুর বলেন, কাওরান বাজারের মতো ব্যস্ত সড়ক অবরোধের খবরে তেজগাঁও জোনের এডিসি সাত্যকী কবিরাজ ঝুলন ও তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম ছুটে যান। পরে আন্দোলনকারীদের বুঝিয়ে সরিয়ে দেয়া হয়েছে।

Share