Current Date:Oct 14, 2024

জয়ের ব্যাপারে ৭০ ভাগ আশাবাদী: লিটন

নিজস্ব প্রতিবেদক: জয়ের ব্যাপারে ৭০ ভাগ আশাবাদী আছেন বলে জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। আজ সোমবার সকাল সোয়া ৮টায় নগরীর উপশহর স্যাটেলাইট হাই স্কুল কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লিটন বলেন, ‘বিজয়ের ব্যাপারে আমি শতভাগ না হলেও ৭০ ভাগ আশাবাদী। কারণ নির্বাচনী প্রচারের সময় আমি মানুষের যে উৎসাহ, উদ্দীপনা দেখেছি তাতে মনে হয়েছে আমি বিজয়ী হবো।’

এ সময় নির্বাচনের যেকোনো ধরনের ফলাফল মেনে নেওয়ার মানসিকতা আছে বলে আরও জানান আওয়ামী লীগের এই মেয়র পদপ্রার্থী। তিনি বলেন,‘আমি লক্ষ্য করেছি যে, উৎসবমুখর পরিবেশে সবাই ভোট দিচ্ছেন। সারাদিন এমন পরিবেশে সবাই ভোট দেবে এটাই আশা করি। নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। ফলাফল একমাত্র সৃষ্টিকর্তাই জানেন। তবে যেকোনো ফলাফল মেনে নেওয়ার মন মানসিকতা আছে।’

এ সময় ভোট কারচুপির কোনও আশঙ্কা আছে কিনা-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভোট গ্রহণের কেবল আধা ঘণ্টা পার হয়েছে। এখনি কিছু বলা যাবে না। পরিবেশ যেন এমনই থাকে এটাই আশা করি। তবে অতি উৎসাহী কেউ এই সুষ্ঠু পরিবেশটাকে নষ্ট না করে।’

বিএনপি ভোট প্রত্যাখানের গুজব সম্পর্কে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি মন্তব্য করবো না। এটা তাদের রাজনৈতিক ও প্রার্থীর সিদ্ধান্ত। ভোট হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া। কোনো রাজনৈতিক দলের এ ধরনের আচরণ জনগণ প্রত্যাশা করে না।’

স্যাটেলাইট হাই স্কুল কেন্দ্রে বিএনপির মেয়র পদপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলেরও ভোট দেওয়ার কথা রয়েছে।
রাজশাহী সিটিতে মেয়র পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া সাধারণ কাউন্সিল পদে ১৬২ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৫২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ২২ নম্বর ওয়ার্ডের ১০০ ও ১০১ নম্বর- এ দুটি কেন্দ্রে ইলেকট্রোনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এবার রাজশাহী সিটি করপোরেশনে ভোটার সংখ্যা ৩ লাখ ১৮ হাজার ১৩৮ জন। এর মধ্যে এক লাখ ৬২ হাজার ৫৩ নারী এবং পুরুষ ১ লাখ ৫৬ হাজার ৮৫ জন। এখানে ১৩৮ কেন্দ্রের মধ্যে ১১৪টি ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রতিটি কেন্দ্রে ২৪ জন পুলিশ এবং সাধারণ কেন্দ্রগুলোতে ২২ জন করে পুলিশ সদস্য পাঠানো হয়েছে।

Share