Current Date:Oct 14, 2024

ফল যাই হোক মেনে নেব, আশাবাদী সাদিক

বরিশাল প্রতিনিধি: বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তিনি বলেছেন, ‘জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। তারপরও জনগণ যে রায় দেবে তা মেনে নেব।’

আজ সোমবার সরকারি ব‌রিশাল কলেজ কে‌ন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি একথা বলেন।

এর আগে সকাল আটটার দিকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোট কেন্দ্রে যান তিনি। ভোট দেওয়ার পর বিজয় সূচক ‘ভি’ চিহ্ন দেখান সাদিক।

পরে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় সাদিক আবদুল্লাহ বলেন, ‘আমি বিজয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত। নৌকার বিজয় অবশ্যই হবে।’

আওয়ামী লী‌গের প্রার্থী ব‌লেন, বর্তমান সরকা‌রের উন্নয়ন দে‌খে জনগণ আওয়ামী লীগ‌কে ভোট দে‌বে। জাতীয় পার্টি এরই মধ্যে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে।

ভোট সুষ্ঠু হবে না এমন অভিযোগ ঠিক নয় জানিয়ে সাদিক বলেন, বরিশাল সিটিতে শান্তিপূর্ণ ভোট চলছে। সর্বশেষ তথ্য অনুযায়ী কোথাও কোনো সমস্যা হয়নি। সবাই উচ্ছ্বাস-উদ্দীপনার মধ্যদিয়েই ভোট কেন্দ্রে যাচ্ছেন, ভোট দিচ্ছেন।

নির্বাচ‌নে যেই জয়লাভ কর‌বে তা‌কে সহায়তা কর‌বেন বলেও জানান আওয়ামী লীগের এই প্রার্থী।

আজ বরিশাল, সিলেট ও রাজশাহীতে একই সঙ্গে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বরিশাল সিটি করপোরেশনে সাতজন মেয়র প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে বশিরুল হক ঝুনু নামের স্বতন্ত্র প্রার্থী নির্বাচন থেকে সরে গেছেন। বাকি ছয়জন মাঠে রয়েছেন। বিএনপির প্রার্থী মো. মজিবর রহমান সরোয়ার ও আওয়ামী লীগের সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে।

Share