`ওরা মানুষ না, ওরা জানোয়ার’

0
131

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরব থেকে নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরা এক নারী গৃহকর্মী। সৌদি আরবের সফর জেল (ইমিগ্রেশন ক্যাম্প) থেকে দেশে ফিরেছেন আরও ২৩ নারী গৃহকর্মী। বৃহস্পতিবার বিকেল ৪টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফেরেন তারা।

এই নিয়ে গত এক সপ্তাহে দেশে ফিরলেন ১২০ নারী গৃহকর্মী। এর আগে মে মাসে ফিরেছেন আরও ২৬০ জন।

নির্যাতনের স্মৃতিচারণা করে ময়মনসিংহের সুমি আক্তার (১৬) বলেন, ‘ওরা মানুষ না, ওরা জানোয়ার। এর চেয়ে দেশে ভিক্ষা করে খাওয়াও অনেক ভালো।’

রিক্রুটিং এজেন্সি চলতি বছরের জানুয়ারিতে ওই নারীদের সৌদি আরবে গৃহকর্মীর কাজে পাঠান। কিন্তু নিয়োগকর্তা কাছে নির্মম নির্যাতনের শিকার হয়ে তাদের আশ্রয় হয় বাংলাদেশ দূতাবাসের সেফ হোমে। সেখান থেকে আজ ২৩ জনের সঙ্গে দেশে ফেরেন সুমি।

সুমির সঙ্গে একই অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরেছেন সিলেট জেলার শাকিলা ও ফাতেমা, ফরিদপুরের রোকেয়া, গোপালগঞ্জের রহিমাসহ আরও অনেকে।