কোটা পদ্ধতি বাতিল আওয়ামী লীগের জন্য ইতিবাচক : হানিফ

0
85

নিজস্ব প্রতিবেদক : কোটা পদ্ধতি বাতিল আগামী নির্বাচনে আওয়ামী লীগের জন্য কোনো ঝুঁকি হবে না বরং ইতিবাচক হবে। কারণ ছাত্রসমাজ যারা কোটা পদ্ধতির বিরুদ্ধে ছিলেন, তাদের সমর্থন এখন সরকার পক্ষে থাকবে বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

শনিবার কুষ্টিয়ায় নিজ বাসভবনে পহেলা বৈশাখ উদযাপনকালে সুধীজনদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এসময় উপস্থিত জেলার রাজনৈতিক, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন হানিফ।

বিএনপির পক্ষ থেকে নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড দাবি করা প্রসঙ্গে হানিফ বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সকল নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। তাই এখনও লেভেল প্লেয়িং ফিল্ডের কোনো পরিস্থতি হয়নি।