চালকের আসনে সৌদি নারীর র‌্যাপ গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

0
117

আন্তর্জাতিক ডেস্ক: চলতি মাসের ২৪ তারিখে সৌদি নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর থেকে তাদের বাঁধভাঙা উচ্ছ্বাস যেন চেপে রাখতে পারছেন না। খবর বিবিসির।

নিষেধাজ্ঞা তুলে নেয়ার দিনই লিসা নামে এক সৌদি নারী চালকের আসনে বসে একটি র‍্যাপ গান রেকর্ড করে আপ করে দেন সোশ্যাল মিডিয়ায়।

তার ওই গান সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়। একটি হোন্দাই গাড়ির সিটে বসে র‍্যাপ গানটি রেকর্ড করে লিসা তা তুলে দেন ইনস্টাগ্রামসহ এবং ইউটিউবে।

তার ওই গানের ভিডিওটি এ কয়দিনেই ইউটিউব এবং ইনস্টাগ্রামে ১৬ লাখ বার দেখা হয়েছে। যে টুইটে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে, তা তিন লাখ লাইক পেয়েছে, শেয়ার হয়েছে এক লাখেরও বেশিবার।