ঝড়ো বাতাস, সব নৌরুটে ফেরি চলাচল বন্ধ

0
120

মানিকগঞ্জ প্রতিনিধি : বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

সোমবার সকাল থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বিআইডব্লিউটিসি পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বিষয়টি নিশ্চিত করে জানান, ঝড়ো বাতাসের কারণে নৌরুটে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ঝড়ো বাতাস কমে গেলে নৌরুটে ফের ফেরি চলাচল শুরু করা হবে।

এদিকে, বিআইইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম জানান, বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচল সাময়িক ভাবে বন্ধ রয়েছে।

সোমবার সকাল ১০ টার দিক থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। ফেরি চলাচল বন্ধ থাকায় রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে ছোট বড় যানবাহনগুলো নদী পারের অপেক্ষায় সিরিয়ালে রয়েছে।
অন্যদিকে বৈরী আবহাওয়ার কারণে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বারখ্যাত মাদারীপুর জেলার শিবচরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

সোমবার সকাল সোয়া ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক রুহুল আমিন জানান, সকালে আকাশ কালো হয়ে মেঘ করে। নদী এলাকায় ঝড়ো বাতাসের কারণে ফেরিসহ নৌ চলাচল বন্ধ রয়েছে।