ট্রাম্প-কিম বৈঠকের পদক্ষেপকে সাহসী ও পরিপক্ক বললেন পুতিন

0
102

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নর্থ কোরিয়ার নেতা কিম জং উনের বৈঠককে স্বাগত জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসঙ্গে তিনি এ বিষয়টিকে ‘সাহসী ও পরিপক্ক’ পদক্ষেপ বলে অভিহিত করেন। এছাড়া ওই বৈঠক থেকে তিনি ইতিবাচক কিছু আশা করছেন।

কিম জং উন ও ট্রাম্পের বৈঠক নিয়ে এতদিন নানা নাটকীয়তা এবং অনেক উত্তপ্ত বাক্য বিনিময় হয়ে আসছে। এ নিয়ে দুই দেশের মধ্যে যুদ্ধের হুঁশিয়ারি পর্যন্ত দেওয়া হয়েছে। অবশেষে উত্তর কোরিয়ার পারমাণবিক বোমার প্রসার কমানোর বিষয়কে কেন্দ্র করে ১২ জুন সিঙ্গাপুরে দুই নেতার মধ্যে ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

চীনের মিডিয়াতে দেয়া সাক্ষাৎকারে পুতিন বলেন, ‘আমি আশা করছি এটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অনেক বড় সাহসী ও পরিপক্ক সিদ্ধান্ত। তিনি স্বয়ং উত্তর কোরিয়ার নেতার সঙ্গে যোগাযোগ করে বৈঠকের আয়োজন করেছেন এবং এর থেকে আমরা সকলেই অনেক ভাল কিছু আশা করছি’।