দ. কোরিয়ায় গোপন সেক্স ক্যামেরা বিরোধী আন্দোলনে নারীরা

0
255

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে হাজার হাজার নারী জমায়েত হয়ে গোপন সেক্স ক্যামেরায় দৃশ্য ধারণের বিরুদ্ধে আন্দোলন করেছেন। দেশের অন্যতম বড়ো এই বিক্ষোভে নারীরা দাবি জানান, অনতিবিলম্বে গোপন ক্যামেরায় ‘পনোগ্রাফি’ ধারণ থামাতে হবে।

তাদের অভিযোগ, দোকান, টয়লেট, চলন্ত সিড়ি, কর্মস্থল, হোটেলের কক্ষ এবং গাড়িতে গোপন ক্যামেরা রেখে নারীদের অসচেতন মুহূর্তের দৃশ্য ধারণ করে রাখা হচ্ছে। পরে সেগুলো বিভিন্ন মাধ্যমে গণমানুষের কাছে পৌঁছে যাচ্ছে। এতে করে চরম বিড়ম্বনার শিকার হচ্ছে নারীরা।

যদিও দক্ষিণ কোরিয়াতে পর্নোগ্রাফি বিতরণ আইনত দণ্ডনীয় অপরাধ। তার পরেও অনলাইনের মাধ্যমে ভিডিওগুলো ছড়িয়ে পড়ছে।

আন্দোলনকারী নারীদের অভিযোগ, তারা জানতেই পারছেন না যে তাদের সেই মুহূর্তের দৃশ্য ধারণ করে রাখা হচ্ছে। সে কারণে তারা বিক্ষোভে নানা রকম প্ল্যাকার্ড হাতে নিয়ে আসেন। তাতে লেখা, আমার জীবন আপনার জন্য পর্নো নয়।

যেসব নারী আন্দোলনে এসেছেন তাদের বেশিরভাগেরই বয়স ২০ বছরের কম। তাদের দাবি, যেসব পুরুষ এসব দৃশ্য ধারণ করে রাখেন, যারা এসব ভিডিও আপলোড করেন এবং যারা দেখেন, তাদের সবাইকেই শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।