পাকিস্তানে ভোটের সময় একঘণ্টা বাড়াতে পিএমএল-এন এর অনুরোধ

0
110

অনলাইন ডেস্ক : জাতীয় ও প্রাদেশিক আইনসভার নির্বাচনে ভোটের সময় একঘণ্টা বাড়ানোর দাবি জানিয়েছে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা) শেষ হওয়ার কথা। সব ভোটার যাতে ভোট দিতে পারে তাই এই আহ্বান জানিয়েছে দলটি। খবর ডন-এর।

পাকিস্তানের একাদশ পার্লামেন্ট নির্বাচনে আজ ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় পরিষদে মোট ২৭২ আসনের মধ্যে যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে তারাই পরবর্তী সরকার গঠন করবে। সেক্ষেত্রে নওয়াজ শরীফের দল পিএমএল-এন ও সাবেক ক্রিকেটার ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) এর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বীতা হবে বলে ধারণা করা হচ্ছে।

এর বাইরে প্রয়াত বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টোর নেতৃত্বে পাকিস্তান পিপলস পার্টিও (পিপিপি) নির্বাচনে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল। কোনও দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পেলে সেক্ষেত্রে জোট সরকারের দিকে যেতে পারে দলগুলো।