প্রার্থিতা ফিরে পেলেন মাহি বি চৌধুরী

0
14

নিজস্ব প্রতিবেদক:

মুন্সিগঞ্জ-১ আসনে বিকল্পধারা বাংলাদেশের (বিডিবি) প্রার্থী মাহি বদরুদ্দোজা চৌধুরীর (মাহি বি চৌধুরী) মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

রোববার (১০ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনের শুনানি শেষে তার আপিল মঞ্জুর করে প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।

শুনানি শেষে বের হলে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, এবারের বিএনপি নির্বাচনে এলে আরো বেশি উৎসবমুখর পরিবেশে ও কোয়ালিফাইড নির্বাচনটা হতো।

৭ জানুয়ারি নির্বাচন হলেও সরকার বেশিদিন টিকবে না বলা হচ্ছে। আপনি কী মনে করেন? জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন হয়েই যাবে কি না, বিষয়টা এরকম না। নির্বাচন আসলে হয়েই যাচ্ছে, হয়েই যাবে। নির্বাচন না হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। তবে নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে সেটা নির্বাচন হওয়ার পর বলা যাবে।

তিনি বলেন, নির্বাচন পরবর্তী সময়ে বলা যাবে নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হয়। নির্বাচনে ভোটার উপস্থিতি কেমন হয়, নির্বাচনী পরিবেশ ঠিক রাখা যাবে কি না, নির্বাচন কমিশন কেমন কাজ করে, সবকিছু নির্ভর করছে এই নির্বাচনের ফলের ওপর। সরকার কীভাবে দেশ চালাবে, কতদিন চলবে এসব নির্ভর করছে নির্বাচন কেমন হচ্ছে।

তিনি আবারো জোর দিয়ে বলেন, বর্তমানে এমন কোনো পরিস্থিতি নাই যে নির্বাচন হবে না, আবার নির্বাচন হলে সরকার পড়ে যাবে সেরকমও দেখছি না।

সামগ্রিকভাবে নির্বাচন নিয়ে আপনি কতটা আশাবাদী জানতে চাইলে মাহি বি চৌধুরী বলেন, ‘আমি অনেক বেশি আশাবাদী। পৃথিবীর বেশিরভাগ দেশে দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়। আমাদের দেশে দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে মানুষ খুব বেশি আশা প্রকাশ করে না। ৭ তারিখের পরে দেখা যাবে, বোঝা যাবে, আমরা বলতে পারবো দলীয় সরকারের অধীনে নির্বাচন ভবিষ্যতে সম্ভব কি সম্ভব না। সেজন্য অপেক্ষা করতে হবে।’

এর আগে আরও দুটি দলীয় সরকার অধীনে নির্বাচন হয়েছে, সেই দুই নির্বাচন কি ভালো হয়নি? জানতে চাইলে মাহি বি চৌধুরী বলেন, গত দুটি নির্বাচন ভালো হয়নি। গত দুটি নির্বাচন যেসব কারণে ভালো হয়নি সেখান থেকে শিক্ষা নিয়ে এই নির্বাচন কমিশন ও সরকার শুভ উদ্যোগ গ্রহণ করবে; এটা প্রত্যাশা করি। কতটুকু প্রত্যাশা পূরণ হবে সেটা ৭ জানুয়ারি পরে বলা যাবে।

এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব কি না? উত্তরে তিনি বলেন, এই পুরো জিনিসটি নির্ভর করে পুরো রাজনৈতিক সদিচ্ছার ওপর, আমার কাছে মনে হয় আমি আশা ও প্রত্যাশা করছি এই নির্বাচন কমিশনের এবং সরকারের রাজনৈতিক অঙ্গিকার ও সদিচ্ছা রয়েছে। সেটা কতোটুকু সফল হলো, তারা আসলেই কি করবেন সেটার জবাব ৭ জানুয়ারি নির্বাচনের আগে দেওয়া সম্ভব না।