ফিলিস্তিনিদের রুখতে সমুদ্রেও ইসরায়েলের কাঁটাতার

0
75

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনিদের সাগরপথে অনুপ্রবেশ ঠেকাতে কয়েক কিলোমিটারজুড়ে কাঁটাতার বসাচ্ছে ইসরায়েল। চলতি বছরের শেষে দিকে এ কাঁটাতারের বেড়ার নির্মাণ কাজ শেষ হবে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর আল জাজিরা।

খবরে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিবারম্যান রবিবার এক বিবৃতিতে জানিয়েছেন, ‘সমুদ্রপথে কাঁটাতারের বেষ্টনী বিশ্বে এটাই প্রথম। এটি সাগরপথে ইসরায়েলে অনুপ্রবেশ কার্যকরীভাবে বন্ধ করবে। একইসঙ্গে এটি হামাসকেও হতাশ করবে। এর ফলে তারা আরেকটি কৌশলগত সক্ষমতা হারাবে।’

ইসরায়েলি মিডিয়ার তথ্য অনুযায়ী, ২০১৪ সালে গাজা যুদ্ধের সময় হামাস যোদ্ধারা সাগরপথে সফলভাবে ইসরায়েলে প্রবেশ করেছে জানার পর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই কাঁটাতারের বেড়া তৈরির নির্দেশ দেয়।

যদিও ২০০৭ সালে হামাসের নিয়ন্ত্রণে যাওয়ার পর থেকে উপকূলীয় গাজা উপত্যকাকে অবরোধের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ইসরায়েল। নির্দিষ্ট এলাকার বাইরে গাজার জেলেদের মাছ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা রয়েছে। একইসঙ্গে ছয় নটিক্যাল মাইল বা ১১ কিলোমিটারের বেশি গেলে গাজার জেলেদের নৌকা লক্ষ্য করে গুলি ছুড়ে ইসরায়েলিরা। অনেককে হত্যাও করা হয়।

১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধে ইসরায়েল ফিলিস্তিনসহ অন্যান্য আরব রাষ্ট্রের একটা বড় অংশ দখল করে নেয়। পরে আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী ইসরায়েলের সীমানা নির্ধারণ করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত হয়। তবে এই দ্বি-রাষ্ট্র সমাধান আজ পর্যন্ত আলোর মুখ দেখেনি। ইসরায়েল-ফিলিস্তিন সংকট প্রশ্নে দীর্ঘদিন ধরেই স্বতন্ত্র দুইটি রাষ্ট্র প্রতিষ্ঠার নীতির পক্ষে সমর্থন জানিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। তবে সেই নীতি থেকে সরে এসে ২০১৭ সালের ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন স্বীকৃতির সিদ্ধান্ত ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

অন্যদিকে এ বছর মার্চের শেষে ফিলিস্তিনিদের মার্চ অব রিটার্ন আন্দোলন শুরুর পর গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় ১১৮ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।