বছরের সেরা ১০ এয়ারলাইন্স

0
97

আন্তর্জাতিক ডেস্ক : এভিয়েশন ইন্ডাস্ট্রিতে এটাই সবচেয়ে বড় পুরস্কার। গত বছর ছাড়াও ২০১১, ২০১২ এবং ২০১৫ সালে এই পুরস্কার জিতেছিল কাতার এয়ারওয়েজ। বেশ কয়েকবার শীর্ষস্থান দখল করতে সফল আরেক সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা এমিরেটসও। এবার অবশ্য আর কোনও ‘মিডল ইস্ট’-এর এয়ারলাইন্স নয়। সেরার সেরা শিরোপা উঠেছে সিঙ্গাপুরের ঘরেই।

২০১৮ সালের বিশ্বের সেরা ১০ এয়ারলাইন্স

১. সিঙ্গাপুর এয়ারলাইন্স

২. কাতার এয়ারওয়েজ

৩. এএনএ অল নিপ্পন এয়ারওয়েজ

৪. এমিরেটস

৫. ইভিএ এয়ার

৬. ক্যাথে প্যাসিফিক

৭. লুফথানসা

৮. হাইনান এয়ারলাইন্স

৯. গারুদা ইন্দোনেশিয়া

১০. থাই এয়ারওয়েজ

সেরা এয়ারলাইন্স- মহাদেশ ভিত্তিতে

উত্তর ইউরোপ- ফিনএয়ার

পশ্চিম ইউরোপ- লুফথানসা

পূর্ব ইউরোপ- এরোফ্লট রাশিয়ান এয়ারলাইন্স

আফ্রিকা- ইথিওপিয়ান এয়ারলাইন্স

অস্ট্রেলিয়া/ প্যাসিফিক- কোয়ান্টাস এয়ারলাইন্স

সেন্ট্রাল এশিয়া/ ভারত- এয়ার আস্তানা

চিন- হাইনান এয়ারলাইন্স

মধ্য আমেরিকা/ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ- কোপা এয়ারলাইন্স

দক্ষিণ আমেরিকা- অ্যাভিয়াঙ্কা

উত্তর আমেরিকা- এয়ার কানাডা

এশিয়া- সিঙ্গাপুর এয়ারলাইন্স

মধ্য প্রাচ্য- কাতার এয়ারওয়েজ

ইউরোপ- লুফথানসা

সূত্র: নিউজ১৮.কম