বিভিন্ন সংগঠনের বাজেট প্রতিক্রিয়া

0
146

নিউজ ডেস্ক : প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। এছাড়া বাজেটে বেসরকারি খাতে বিনিয়োগের পরিমাণ দুই শতাংশ বাড়ানোর প্রস্তাব বাস্তবায়ন চ্যালেঞ্জিং হবে বলে মন্তব্য করেছে ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ- ডিসিসিআই।

নির্বাচন সহায়ক বাজেট প্রস্তাব করা হলেও আয়, ব্যয় ও রাজস্ব কাঠামোয় পুরনো ধারাবাহিকতার পাশাপাশি কিছু নেতিবাচক দিক রয়েছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়লগ, সিপিডি। প্রস্তাবিত বাজেট নিয়ে আলাদা সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার দুপুরে এ প্রতিক্রিয়া জানানো হয়।

এফবিসিসিআই’র সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‌‘এখানে কিছু বিষয় আছে, যেগুলো আমাদের ব্যবসায়িক পরিবেশকে অনুপ্রেরিত করবে। এখানে অনেক চ্যালেঞ্জে আছে যেগুলো, যেগুলো বিজনেসকে আরো চ্যালেঞ্জের মুখে ঠেলে দিবে। যেজন্য মিশ্র প্রতিক্রিয়া আমরা জানাচ্ছি।’

ডিসিসিআই’র সভাপতি বলেন, ‘বেসরকারি ২ শতাংশের যে টার্গেট সরকার দিয়েছিলো বৃদ্ধি করবে, আগামী এক বছরের মধ্যে সেটা আমাদের কাছে খুব চ্যালেঞ্জিং মনে হচ্ছে। কারণ ৩% যদি বৃদ্ধি করেন তাহলে ২৪ থেকে ২৫ হাজার কোটি টাকা বিনিয়োগ দরকার হবে।’

সিপিডি’র সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘আবাসন কেনার ক্ষেত্রে একটা বড় চাপ সৃষ্টি করা হলো। আর যারা সচ্ছল মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত আছে তাদের জন্য আবার ফ্ল্যাট কেনার ক্ষেত্রে ছাড় দিলাম। এটা আমাদের কাছে সামাজিক দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে, বাংলাদেশে বাসস্থান নিশ্চিত করার ক্ষেত্রে একধরণের বৈপিত্র বলে মনে করি।’

এমন একটি বাজেটকে বাস্তবায়নের জন্য যেধরনের কর্মপরিকল্পনা লাগে, বাড়তি কর আদায় করার জন্য, ব্যয়কে বৃদ্ধি করার জন্য, ঘাটতি পূরণের ক্ষেত্রে বিভিন্ন আর্থিক ব্যবস্থাপনা সংস্কারের ক্ষেত্রে কি ব্যবস্থা, কোনো ধরণের যদি নির্বাচনকে সামনে রেখে বিশেষ কি চিন্তা এই বিষয়গুলো ক্ষেত্রে আমরা বড় ধরণের অভাব দেখছি।’ সূত্র: সময়।