বেইজিংয়ে মার্কিন দূতাবাসের বাইরে বিস্ফোরণ

0
82

আন্তর্জাতিক ডেস্ক : বেইজিংয়ের মার্কিন দূতাবাসের বাইরে ‘পাবলিক প্লেসে’ বিস্ফারণ হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ঘটনায় শুধু বিস্ফেরকারী নিজেই আহত হয়েছেন।

দূতাবাসের একজন কর্মকর্তা সিএনএনকে বলেন, বিস্ফোরণটি মূল ভনের খুব কাছেই হয়েছে।

বিস্ফোরনস্থলের কাছে সামান্য কিছুই ধ্বংসাবশেষ দেখতে পাওয়া গেছে। বিস্ফোরনের পর ওই এলাকা আকাশে কালো ধোয়া উড়তে দেখা যায়। রাজধানী বেইজিংয়ের চাওয়োইয়াং এলাকায় অবস্থিত দূতাবাসের বাইরের এলাকা এখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে।

দূতাবাসের মুখপাত্র বলেন, বিস্ফোরণের আত্মঘাতী হামলাকারীই শুধু আহত হয়েছেন। তার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানা নেই।

পুলিশ বলছে, হামলাকারী জিয়াং মউমউ মঙ্গোলিয়া প্রদেশের অধিবাসী।

উল্লেখ্য, বেইজিংয়ের মার্কিন দূতাবাস বিশ্বের অন্যতম সুরক্ষিত এলাকা। সেখানকার নিরাপত্তা ব্যবস্থাও বেশ শক্তিশালী।