মুকসুদপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু

0
230

মেহের মামুন, মুকসুদপুর ( গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের শ্রীযুতপুর গ্রামে গত ২৩ নভেম্বর সোমবার সকালে এলাকায় প্রভাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের এক রক্তক্ষয়ী সংঘর্ষে আহত কালাই ফকির (৪৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে । বুধবার বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ব্যক্তি কালাই ফকির (৪৫) একই ইউনিয়নের দাসেরকান্দি গ্রামের মোসলেম ফকিরের পুত্র। মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ সংঘর্ষের ঘটনায় এ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে । পুলিশ ও এলাকাবাসী জানায়, গত ২৩ নভেম্বর সোমবার সকাল ৮টার দিকে মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের শ্রীযুতপুর গ্রামে উক্ত ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেন ও সাবেক চেয়ারম্যান সাহিদুর রহমান টুটুলের সমর্থকদের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের প্রায় ২০জন আহত হয়। প্রতিপক্ষের হাতে মারাত্মক আহত কালাম শেখকে (২৫) ওইদিন রাজৈর হাসপাতালে নেয়ার পথে মারা যায়। নিহত কালাম শেখ রাঘদী গ্রামের মৃত জলিল শেখের ছেলে। এ ঘটনায় আহত কালাই ফকিরসহ ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে বুধবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় কালাই ফকিরের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে। ওসি আবু বকর মিয়া জানান, উপজেলার রাঘদী ইউনিয়নে সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে । পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে । এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি